হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স (২৮) প্রেমিক কুক ম্যারোনির (৩৪) সাথে বাগদান সেরেছেন। গত সপ্তাহে জেনিফারের হাতে বড় আকারের আঙটি চোখে পড়ার পরপরই তার বাগদানের খবর চাউর হয়। পরে জেনিফারের প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে অভিনেতা নিকোলাস হল্ট ও চলচ্চিত্র নির্মাতা ড্যারেন আরোনফস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার লরেন্স।
২০১২ সালে 'সিলভার লাইনিং' প্লেবুক ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন প্রভাবশালী যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ অভিনেত্রী।
সূত্র: ই! নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা