বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। ছবির নাম ‘মিশন সিক্সটিন’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 'পাসওয়ার্ড'র মুক্তি উপলক্ষ্যে একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন দেব। সেখানেই এ তথ্য জানানো হয়।
দেব জানান, শাপলা মিডিয়ার ‘মিশন সিক্সটিন’ নামের ছবিতে আমি অভিনয় করতে যাচ্ছি। সব ঠিক থাকলে সেই ছবিটি আগামি রোজার ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।
দেবের 'পাসওয়ার্ড' ছবিটি ২৯ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে আরও অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, পাওলি দাম ও পরমব্রত।
বিডি প্রতিদিন/ফারজানা