নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে গর্জে উঠা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অনেকেই সমালোচনা ও ক্ষোভ ঝেড়েছেন। এবার এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন ইউনিসেফ'র গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া।
ট্যুইট করে প্রিয়াঙ্কা বলেছেন, ‘প্রতি শিশুর জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমাদের স্বপ্ন। এই শিক্ষাই তো ওদের স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করার সাহস দিয়েছে। ওদের আমরা তো এভাবেই বড় করেছি, যাতে ওরা নির্দ্বিধায় নিজেদের মতামত জানাতে পারে। একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ ভাবে নিজেদের মতামত জানানোর ফল যদি হিংসা ও সংঘর্ষ হয়, তাহলে সেটা একেবারেই অন্যায়। প্রতিটি গলার আওয়াজ ভারতকে বদলের দিকে এগিয়ে নিয়ে যাবে। #HaveVoiceWillRaise #HaveVoiceMustRaise’।
এদিকে কোনও দ্বিধা ছাড়াই এভাবে প্রিয়াঙ্কা প্রকাশ্যে জামিয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় অভিভূত তার ভক্তরা।
সূত্র: এই সময়।
বিডি প্রতিদিন/হিমেল