থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে ও একটি বিদ্যালয়ে উন্নতিকল্পে একমঞ্চে গাইতে যাচ্ছেন দুই বাংলার বিখ্যাত দুই শিল্পী নচিকতা এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।
শনিবার বিকেল ৫টায় কলকাতার নজরুল মঞ্চে মানবতার কল্যাণে গাইবেন তারা।
নজরুল মঞ্চে এক মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে ‘আলট্রাকেয়ার ইন্ডিয়া হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড’। ‘মিলন ২০২০’ শীর্ষক এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নচিকেতা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। সঙ্গে থাকবেন সোমা লাহা।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অপূর্ব সাহা জানান, ‘আজকের এই অনুষ্ঠানে কোনো রকম প্রবেশমূল্য রাখা হচ্ছে না, তবু অনুদানের সুযোগ থাকছে। গান শুনতে এসে শ্রোতারা এই উদ্দেশে কথা শুনে কিছু অনুদান দিলে তা থেকেই কিছুটা খরচ উঠবে।’’
আলট্রাকেয়ার কয়েক বছর ধরেই বেশ কিছু থ্যালাসেমিয়ার শিশুর দায়িত্ব নিয়ে আসছে। এ বছরও এমন ১২ জন শিশুকে এককালীন ৫ হাজার টাকার অনুদান দেবে তারা। এই শিশুদের সারা জীবনের রক্ত ও চিকিৎসার দায়িত্বও ন্যস্ত থাকবে তাদের হাতেই। আর দর্শকরা উপভোগ করবেন দুই বিখ্যাত শিল্পীর সঙ্গীতানুষ্ঠান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন