নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রকাশ পেল কণ্ঠশিল্পী টিনা রাসেলের গানচিত্র ‘চোখের ভেতর’। নিজের ইউটিউব চ্যানেলে গত ৩১ ডিসেম্বর রাতে জুটি প্রোডাকশনের ব্যানারে এটি উন্মুক্ত করা হয়।
জুলফিকার রাসেলের গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম। প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে।’
‘সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানটির রেশ ধরে শ্রোতামনে প্রশান্তি ছড়াবে নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
সম্প্রতি টিনা রাসেল সম্প্রতি পুরস্কৃত হয়েছেন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য।
বিডি-প্রতিদিন/শফিক