জনপ্রিয় তামিল অভিনেতা থালাপাতি বিজয় ১৯৯৯ সালে ভালোবেসে বিয়ে করেন সংগীতাকে। সেই বিয়ের ২৩ বছরে এসে বিগত কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভেঙে গেছে বিজয়-সংগীতার সংসার। দু’জনের সম্মতিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এ খবরের সত্যতা জানতে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এই খবর সত্যি নয় বলে জানিয়েছে। একটি সূত্র পিংকভিলাকে জানায়, ‘বিজয়-সংগীতার বিয়েবিচ্ছেদের গুঞ্জনটি ভিত্তিহীন। জানি না এই খবর কোথা থেকে ছড়িয়েছে।’
ভারতীয় গণমাধ্যম বলছে, কিছুদিন আগেই পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়। সম্প্রতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘বারিসু’-এর অডিও লঞ্চ হয়। এ দুটি অনুষ্ঠানে স্ত্রীকে ছাড়াই হাজির হন বিজয়। তারপরই মূলত তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়।
তবে অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী উপস্থিত না থাকার কারণ ব্যাখ্যা করে সূত্রটি আরও জানায়, ‘বিজয়ের স্ত্রী সংগীতা ছেলে-মেয়েকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। খুব শিগগির বিজয়ও তাদের সঙ্গে যোগ দেবেন। যার জন্য এ দুটো অনুষ্ঠানের কোনোটিতেই উপস্থিত ছিলেন না বিজয়পত্নী সংগীতা।’
সূত্র : নিউজ এইটটিন ও পিংভিলা।
বিডি-প্রতিদিন/শফিক