দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার প্রেম নিয়ে গুঞ্জন ছিলই। যদিও তারা এখন পর্যন্ত বিষয়টা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে।
নতুন বছরে বিজয় তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। যে ছবিতে দেখা যাচ্ছে, সুন্দর এক রিসোর্টে সুইমিং পুলে নিমজ্জিত বিজয়। সেই একই রিসোর্টে একই ঢঙে ছবি পোস্ট করেছিলেন রাশমিকাও।
নেটিজেনরা দুটি ছবির মিল দেখে এরই মধ্যে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন। লিখেছেন, এ জুটি একই সঙ্গে ঘুরতে গিয়েছিল।
রাশমিকা আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একরকম শুয়ে থেকে নিজের শরীর এলিয়ে দিয়েছেন। রৌদ্রস্নানে ব্যস্ত তিনি।
বলা হচ্ছে, দুজনের পোস্ট করা ছবিগুলো মালদ্বীপের কোনো এক রিসোর্টে তোলা। আবার কেউ কেউ বলছেন, গত নভেম্বরে রাশ্মিকা মালদ্বীপে ছিলেন শুটিংয়ের কাজে। অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলো নাকি তখন তোলা হয়েছিল।
আর যাই হোক, এসব ছবি পোস্ট করে প্রেমের যে গুঞ্জন এতদিন ভিত্তিহীন ছিলো, এবার সেটাকে যেন সিলমোহর দিলেন বিজয়-রাশমিকা। সবার ধারণা, একসঙ্গেই অবকাশ যাপনে গিয়েছিলেন বিজয় ও রাশমিকা। কেবল ছবি আপলোড করেছেন লম্বা বিরতিতে।
বিডি প্রতিদিন/এমআই