ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেই তিনি সবার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন। তবে তারা কি নিয়ে আলোচনা করেছেন তা জানা যায়নি। এর আগে পুতিন ইরানে অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাহমুদ ভায়েজি।
জিইসিএফ শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ বিশ্বের সাতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। বাকিরা হলেন রাশিয়া, বলিভিয়া, গায়ানা, নাইজেরিয়া, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং আলজেরিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া পর্যবেক্ষক সদস্য দেশ হিসেবে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এ সম্মেলনে যোগ দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ