দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এর দুই পাইলটের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারটি একটি পাহাড়ি রাস্তার ওপর বিধ্বস্ত হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, 'রাজধানী সিউল থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে ওনজু শহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটি এএইচ-৬৪ বলে ধারণা করা হচ্ছে।'
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, সিউলের দক্ষিণে পিয়নংতাকের মার্কিন সামরিক ঘাটি থেকে হেলিকপ্টারটি উড়েছিল বলে ধারণা করা হচ্ছে। হাই ভোল্টেজ বিদ্যুৎ তার বা খাম্বার সঙ্গে ধাক্কা খেয়ে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে কর্তৃপক্ষের মত। তবে এ ঘটনায় ভূমিতে অবস্থিত জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় ২৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ