ব্রিটেনের অর্ধেকের বেশি মানুষ ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশটির বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে আসে। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের পক্ষে এ জরিপটি চালানো হয়। খবর রয়টার্সের
২ হাজার ব্রিটিশ নাগরিকের উপর জরিপটি চালানো হয়। এতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন। আর ৪৮ শতাংশ ইইউতে থাকার পক্ষে মত দেন। অথচ গত জুন, জুলাই ও সেপ্টেম্বরে পরিচালিত একই ধরনের জরিপে সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ জনগণ ইইউতে থাকার পক্ষে মত দিয়েছিল। চলতি মাসের ১৩ তারিখে প্যারিসে সন্ত্রাসী হামলার পেক্ষাপটে তাদের মনোভাবে এ পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ব্রিটেন ইইউতে থাকবে কিনা এ ব্যাপারে ২০১৭ সালের শেষ দিকে দেশটিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এ ভোট সামনে রেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি ২৮ সদস্যবিশিষ্ট ইইউতে সংস্কার আনার উদ্যোগ নিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ