ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানকে ককপিটে বসতে দিয়ে তদন্তের মুখোমুখি হয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর এক পাইলট। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেহাম খান পাইলটকে অনুরোধ করেছিলেন তাকে বিমানের ককপিটে বসার জন্য। আর সুন্দরী রেহামের সে অনুরোধে না করতে পারেননি ওই পাইলট। ডন অনলাইন পিয়ার মুখপাত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর অাইএএনএস'র
মাস দুয়েক আগে পাকিস্তান তেহরিক -ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান ও রেহাম খানের বিচ্ছেদ হয়। বিয়ের এক বছর না পেরোতেই উভয়ের সম্মতিতে এ বিচ্ছেদ হয়। এরপর-ই পাকিস্তান ছেড়ে লন্ডনে চলে যান রেহাম।
গতকাল বৃহস্পতিবার পিয়ার একটি বিমানে করে লন্ডন থেকে লাহোরে ফিরছিলেন রেহাম খান। তখন বিমানের ককপিটে বসার সাধ জাগে তার। পাইলটটে এ ব্যাপারে অনুরোধ করা হলে কাজ হয়। মিনিট দুয়েকের জন্য ককপিটে বসার সৌভাগ্য হয় রেহামের। ইমরান খানের সাবেক স্ত্রীর ককপিটে বসার সাধ পূরণ হলেও বারোটা বেজে গেছে ওই পাইলটের। পিআইএ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
ডন অনলাইনের প্রতিবেদনে পিআইএ'র মুখপাত্র ড্যানিয়েল গিলানির বরাত দিয়ে বলা হয়, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে, রেহাম খান বৃহস্পতিবার লন্ডন থেকে লাহোর ভ্রমণের সময় বিমানটির ককপিটে কয়েক মিনিটের জন্য ছিলেন।'
গিলানি আরো বলেন, 'রেহাম ককপিটে বসার অাগ্রহ প্রকাশ করেছিলেন যা পাইলট প্রত্যাখান করতে পারেনি।' তবে এর মাধ্যমে ওই পাইলট পিয়ার আইন লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি। কারণ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কারো ককপিটে প্রবেশের কোনো সুযোগ নেই।
পিআইএ'র ওই মুখপাত্র বলেন,'পাইলটের দিক থেকে তা স্রেফ সৌজন্য হলেও পিআইএ তার অাইন অগ্রাহ্য করতে পারে না।'
বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ