সিরিয়ায় অাইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাশিয়ার চলমান অভিযানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক জায়ান্ট চীন। পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং অন্য দেশের সার্বভৌমত্ব মেনে সন্ত্রাসবিরোধী যৌথ তৎপরতা চালানোর জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিং শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
হুয়া চুনিং বলেন, 'আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ যে তৎপরতা চালাচ্ছে চীন সবসময়ই তা সমর্থন করেছে। সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়া যে যুদ্ধ করছে তার প্রতি আগেও সমর্থন দিয়েছে চীন।'
চীনের অবস্থান সবসময়-ই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ কথা উল্লেখ করে চুনিং বলেন, 'আন্তর্জাতিক আইন এবং নির্দিষ্ট দেশের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ সন্ত্রাসবাদ-বিরোধী তৎপরতাকে সব সময়ই সমর্থন করেছে চীন।
বিডি-প্রতিদিন/ ৫ ডিসেম্বর ২০১৫/শরীফ