পাকিস্তান ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করলেও, শনিবার একটি বিতর্কিত ছবি সামনে এনেছেন ভারতের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। যা দেখে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স) চরদের সঙ্গে পাক সরকারের যোগাযোগ থাকার সন্দেহ আরও জোরালো হয়েছে।
ছবিটিতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনা রাব্বানির সঙ্গে দেখা যাচ্ছে পাক চর সন্দেহে আটক মুহাম্মদ আজিজের ভাই ফায়াদুকে। মুহাম্মদ আজিজের কাছ থেকে বেশ কয়েকটি ছবি পেয়েছে গোয়েন্দারা। তার মধ্যে থেকে একটি এদিন প্রকাশ্যে আনা হয়।
সম্প্রতি মিরাট থেকে মুহাম্মদ আজিজকে আটক করে টাস্ক ফোর্সের গোয়েন্দারা। তাকে জেরা করে ভারতে পাক চরবৃত্তির চক্র প্রকাশ্যে আসে। জেরায় আইএসআই-এর হয়ে কাজ করার কথা স্বীকারও করেছে আজিজ। জানায়, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েই সে ভারতে ঢুকেছে।
এখন আজিজের ভাইও আইএসআই-এর হয়ে গুপ্তচরের কাজ করে কি না, তাও খতিয়ে দেখছেন স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা।
সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব