ভারতের রাজস্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে ১১ জন নারী।
শনিবার রাতে রাজস্থানের প্রতাপগড় জেলাা ধোলাপানি এলাকায় একটি মোটরচালিত ভ্যান এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি স্টেশনারি পণ্য বোঝাই একটি ট্রাককে। কাজ শেষ করে দুর্ঘটনাগ্রস্থ ভ্যানটিতে বাসায় ফিরছিলেন শ্রমিকরা। প্রচন্ড গতিবেগে আসা ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারার পরই দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি।
এতে ঘটনাস্থলেই ১৪ জনের প্রাণহানি ঘটে। আহত অবস্থায় স্থানীয় উদয়পুর হাসপাতালে নিয়ে সেখানে মৃত্যু হয় আরও ৫ জনের। আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
এদিকে, দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া।
বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৫/মাহবুব