সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
বৃহস্পতিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের হাসাকি প্রদেশের কুয়ামিশলি শহরের একটি রেস্টুরেন্টে এ বিস্ফোরণ তিনটি ঘটানো হয়। এর মধ্যে রেস্টুরেন্টের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়, যেটা আত্মঘাতী ছিল বলে মানবাধিকার সংস্থার পর্যবেক্ষক দল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব