আজ সকালের দিকে নেপালের মধ্যাঞ্চলে হালকা মাত্রার একটি ভূকম্পন [অাফটারশক] অনুভূত হয়। সকাল ৭টা ৪১ মিনিটের দিকে অনূভূত এ আফটারশকের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডুর ৭৫ কিলোমিটার উত্তরপূর্বের সিন্ধুপালচক অঞ্চলে। খবর পিটিঅাই'র
এর চার দিন অাগে ২৭ ডিসেম্বর কাঠমাণ্ডুর দোলাখা এলাকায় ৪.২ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
নেপালের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্যানুযায়ী, চলতি বছর ২৫ এপ্রিলের ভয়াবহ ভূ্মিকম্পের পর দেশজুড়ে রিখটার স্কেলে চার ও এর ঊর্ধ্বমাত্রার সর্বমোট ৪২২টি আফটারশক অনুভূত হয়েছে। গত ২৫ এপ্রিলের ভূমিকম্পে শুধু নেপালেই প্রায় নয় হাজার লোকের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ