ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপতিপারা এলাকার এক মার্কেটে আজ সকালে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর পিটিআই'র
পুলিশ জানায়, মার্কেটের একটি হার্ডওয়্যার দোকানের এক কর্মচারী আজ সকালে দোকানটি খুলতে যায়। তাপস রাজবংশী নামে ওই কর্মচারী তখন তার দোকানের সামনে একটি পুরাতন ক্যান দেখতে পায়। এটি সে সরাতে গেলেই বিস্ফেরণ ঘটে। দোকান কর্মচারী তাপস ও নিতাই দাস নামে আরেক ব্যক্তি আহত হয়।
এদিকে, ঘটনা তদন্তে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার তদন্ত চলছে বলেও পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ