ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জানা গেছে, সেখানকার টুবোড ও পিগাপো শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে সেখানকার অনেক ঘরবাড়ি মাটি চাপা পড়েছে। ঘূর্ণিঝড় টেমবিন ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে মিন্দানাও দ্বীপের ওপর দিয়ে পালাওয়ানে আঘাত করে। তবে এটি আরও পশ্চিমে সরে যাচ্ছে।
আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, লানাও দেল নর্তেতে ১২৭ জন নিহত হয়েছেন। জাম্বোয়াংগা উপদ্বীপে ৫০ জন ও লানাও দেল সুরে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।
এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে তারা আশা করছেন।
অন্যদিকে জরুরি উদ্ধারকর্মী, সৈন্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ