২০১৮ সালের শুরু থেকেই চীনে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা। এতদিন চীন ছিল হাতির দাঁতের পণ্যের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় বাজারগুলোর অন্যতম।
চীনে হাতির দাঁত এবং এ থেকে তৈরি পণ্যের বেচাকেনা নিষিদ্ধ করার কথা ঘোষণা আগে করা হলেও তা কার্যকর হলো ২০১৭ সালের শেষ দিনে।
বন্যপ্রাণী রক্ষার আন্দোলনকারীরা বলেন, প্রতি বছর চোরাশিকারীরা ৩০ হাজার আফ্রিকান হাতি হত্যা করে তাদের দাঁতের জন্য। তাই হাতির চোরাশিকার বন্ধের জন্য চীনের এই নিষেধাজ্ঞা হচ্ছে সবচেয়ে বড় ইতিবাচক পদক্ষেপ।
প্রসঙ্গত, আন্তর্জাতিকভাবে হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ করা হয় ১৯৯০ সালে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন