পঞ্চম দিনের মতো ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। আর ইরানের বিক্ষোভের ঘটনায় কানাডার 'গভীরভাবে নজরদারি' ও বিদ্রোহীদের সমর্থনে দেওয়া বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান।
এমনকি জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে চলমান সরকারবিরোধী বিক্ষোভে মদদ দেওয়ার অভিযোগও এনেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে জানান, বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে কানাডা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে কানাডার এমন ‘অনধিকারচর্চা’ থেকে বিরত থাকা উচিত।
এর আগে কানাডা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানি জনগণের মৌলিক অধিকার রক্ষার শান্তিপূর্ণ লড়াইয়ে উজ্জীবিত বোধ করছে কানাডা।’ বিক্ষোভকারীদের উপর যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে সে দাবিও জানায় দেশটি।
এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানিদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘শত্রুরা সুযোগ নিতে পারে এমন পরিস্থিতিতে দেশকে ফেলা আমাদের উচিত নয়।’
উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। পাল্টা শোভাযাত্রাও করে সরকার সমর্থকরা। এতে সরকার ও বিরোধীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/ ০২ জানুয়ারি, ২০১৮/ ই জাহান