যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি গেমস সেন্টারে গুলিবর্ষণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন। শুক্রবার গভীর রাতে গ্যাবল হাউস নামের একটি বৌলিং অ্যালেতে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
ঘটনাস্থলটি লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০ কিলোমিটার দূরে। বৌলিং অ্যালেটি রাত ৩টা পর্যন্ত খোলা থাকে।
পুলিশ টুইটারে জানায়, বৌলিং অ্যালেটিতে গোলাগুলি শুরু হয়েছে বলে গভীর রাতে ফোন করে জানানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ।
গুলিতে বৌলিং অ্যালেতে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর দুইজন নিজেরা নিজেদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন।
শিকাগো ট্রিবিউন জানায়, বোলিং করার সময় হাউসটির ভেতরে হামলাকারীকে তর্কাতর্কি করতে দেখেন এক বোলার। এরপরই গুলিবর্ষণ শুরু হয়। ঘটনাস্থলে যাওয়ার পর গুলিবিদ্ধ বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ।
পরিসংখ্যান বলছে, বন্দুক সংশ্লিষ্ট সহিংসতায় ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গুলিবর্ষণের ঘটনা আগের তুলনায় বেড়েছে।
বিডি প্র্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৯/আরাফাত