নাইজেরিয়ার ১১ জন খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিকে শিরশ্ছেদের একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হত্যার শিকার ওই সবাই পুরুষ।
বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করে আইএস-এর সংবাদ সংস্থা আমাক। তবে হত্যার শিকার কারও সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইএস।
গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনো থেকে তাদের আটক করা হয়। ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে অপরিচিত এক খোলামেলা জায়গায়। আটক ১১ জনের মধ্যে একজনকে গুলি করে এবং বাকি ১০ জনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।
গত অক্টোবরে সিরিয়ায় তাদের নেতা ও মুখপাত্রকে হত্যার বদলা নিতেই তারা যে পাল্টা হামলা ও অভিযান চালাতে ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছিল এই হত্যাকাণ্ড তারই একটা অংশমাত্র।
প্রসঙ্গত, গত অক্টোবরে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএস-এর নেতা আবু বকর আল-বাগদাদি ও মুখপাত্র আবুল হাসান আল-মুহাজির মার্কিন এলিট বাহিনীর অভিযানে নিহত হন।
নাইজেরিয়ার ইসলামের নামে চরমপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম যোদ্ধাদের একাংশ এখন ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা ব্যানারে হামলা ও অভিযান পরিচালনা করছে। সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন