পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের উৎসস্থলে আঘাত করার অধিকার রয়েছে ভারতের। ভারতের নতুন সেনাপ্রধানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করল পাকিস্তান। জেনারেল মনোজ মুকুন্দ নরবণের এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও প্ররোচনামূলক বলে জানিয়েছে ইসলামাবাদ।
বালাকোটে অভিযানের পর ভারতের বিমানবাহিনীর উইং কমান্ডার অভি নন্দন বর্তমানের প্রসঙ্গ টেনে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, ওই ঘটনার কথা ভারত যেন ভুলে না যায়। তাছাড়া এই ধরনের হামলা হলে পাকিস্তান যে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত, সেই হুমকিও দিয়েছে ইসালামাবাদ। যদিও কূটনৈতিক মহল মনে করছে, ভারতের নতুন সেনাপ্রধানের মন্তব্যে চাপে পড়েই পাল্টা হুঁশিয়ারির কথা বলছে পাকিস্তান।
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে গত মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নরবণে। ওই দিনই সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের উৎসস্থলে পূর্ব-পরিকল্পিত আঘাত করার অধিকার ভারতের রয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটে অভিযানই তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
এই মন্তব্যের পরেরদিনই জবাব দিল পাকিস্তান। পাকিস্তান বিদেশমন্ত্রালয়ের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘‘নিয়ন্ত্রণরেখায় পূর্বপরিকল্পিত হামলা সম্পর্কিত ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যকে খারিজ করছে পাকিস্তান। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বা পাকিস্তানের অভ্যন্তরে ভারতের দিক থেকে যে কোনও আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান যে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রস্তুত তা নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়। বালাকোটে ভুল অভিযানের পর পাকিস্তান কী জবাব দিয়েছিল, সেটা যেন কেউ ভুলে না যায়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ