ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারই জের ধরে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে নিজেদের এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে ভারত। সেখানে ফ্লাইট পরিচালনা করে থাকে দেশটির পতাকাবাহী এয়ারলাইন এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।
এদিকে শুক্রবার বাহরাইনের গালফ এয়ার, ন্যাশনাল এয়ারলাইন, জর্ডানের রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স বাগদাদে নিজেদের ফ্লাইট বাতিল করেছে। তারা সবাই নিরাপত্তাজনিক কারণেই ফ্লাইটগুলো বাতিল করেছে বলে জানিয়েছে।
এর আগে শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ