কুচবিহারে তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর সভায় এসে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক সমর্থকের। মৃতের নাম কার্ত্তিক রায় (৪৩)।
শুক্রবার সন্ধ্যায় কুচবিহারের রাসমেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় যোগ দিতে আসেন অভিনেতা সাংসদ মিঠুন চক্রবর্তী। এদিনের এই সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়, দলের কুচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও ওই কেন্দ্রের প্রার্থী রেণুকা সিনহা। দুপুরে সভা শুরু হওয়ার কথা থাকলেও অভিনেতা মিঠুন চক্রবর্তী আসার খবরে বেলা ১২ টার আগেই ব্যাপক লোক জমায়েত হয়। কিন্তু একাধিক জায়গায় সভা করে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মিঠুন চক্রবর্তী কুচবিহারে পৌঁছেন। এতে সভাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। সভা শেষে হুড়োহুড়িতে পড়ে পদপিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।