ভারতের হরিয়ানা রাজ্যে ৫০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যটিতে কট্টরপন্থি বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে এবং দিন দুয়েক আগে রাজ্যটির ফরিদাবাদ পৌরসভা কর্তৃপক্ষ মসজিদটি ভেঙে ফেলে। অবশ্য প্রশাসনের দাবি, এটি বেআইনি স্থাপনা ছিল, তাই নিয়ম মেনেই ভাঙা হয়েছে। তবে স্থানীয়দের দাবি মসজিদ-সংক্রান্ত মামলা এখনো ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। এখনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি।
এদিকে অর্ধশত বছরের পুরোনো এ মসজিদ ভেঙে ফেলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মুসলিম মিরর এবং সিয়াসত ডেইলি।
মুসলিম মিরর বলছে, হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত বড়খাল গ্রামের আকসা মসজিদ, যার বয়স প্রায় ৫০ বছর। ১৫ এপ্রিল সোমবার ভেঙে দিয়েছে ফরিদাবাদ পৌর করপোরেশন। মসজিদ ভাঙার এ সিদ্ধান্ত ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও এ মসজিদটি ভেঙে দেওয়া হয়। এ ঘটনার সময় ওই এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল এমনকি তিনজন সহকারী পুলিশ কমিশনারও সেখানে উপস্থিত ছিলেন।