আল্লাহ মানুষসহ সব প্রাণীর রিজিকদাতা। আল্লাহর অসীম করুণায় দুনিয়ার সব মানুষ ও সব প্রাণী জীবনধারণ করে। রিজিকের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখা উচিত এবং এ বিষয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। আল্লাহ যে একমাত্র রিজিকদাতা এটি ইসলামের মৌল বিশ্বাসের অংশ এবং মুমিনরা যে কোনো পরিস্থিতিতে তাতে অটল থাকতে বাধ্য।
আবু হুরাইরা (রা.) বলেন, পূর্ব যুগে এক স্বামী ও এক স্ত্রী বাস করত। তারা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে কালাতিপাত করত। তাদের কাছে জীবন ধারণের কিছুই ছিল না। একদা স্বামী সফর হতে ফিরে আসে। সে ক্ষুধার জ্বালায় অত্যন্ত অস্থির হয়ে পড়েছিল। স্ত্রীকে জিজ্ঞাসা করল : কোনো খাবার আছে কি? স্ত্রী বলল, আপনি খুশি হন, আল্লাহ প্রদত্ত খাদ্য আমাদের কাছে এসে পেঁৗছেছে। স্বামী বলল, তাহলে নিয়ে এসো। যা আছে তা-ই এনে দাও। আমি অত্যন্ত ক্ষুধার্ত। স্ত্রী বলল, আরও একটু ধৈর্য ধারণ করুন! আমাদের আল্লাহর রহমতের বহু কিছু আশা রয়েছে। যখন আরও কিছু বিলম্ব হয়ে গেল তখন স্বামী আবার বলল- তোমার কাছে যা কিছু আছে তা নিয়ে আস না কেন? আমি যে ক্ষুধার জ্বালায় অত্যন্ত কষ্ট পাচ্ছি। স্ত্রী বলল, এত তাড়াতাড়ি করছেন কেন? এখনই আমি চুলি্ল থেকে হাঁড়ি নামিয়ে আনছি। কিছুক্ষণ পর স্ত্রী যখন দেখল যে, স্বামী আবার তাগাদা করতে উদ্যত হচ্ছে তখন সে নিজে নিজে বলতে লাগল : 'চুলা থেকে হাঁড়ি উঠিয়ে দেখি তো!' উঠে দেখে যে, আল্লাহর অসীম কুদরতে তার ভরসার বিনিময়ে হাঁড়ি বকরীর গোশতে পূর্ণ হয়ে আছে এবং আরও দেখে যে, ঘরের যাঁতা ঘুরছে এবং সেখান থেকে আটা বের হচ্ছে। সে হাঁড়ি থেকে সব গোশত বের করে নিল এবং যাঁতা থেকে আটা উঠিয়ে নিল এবং যাঁতা ঝেড়ে ফেলল। আবু হুরাইরা (রা.) বলেন, যার হাতে আবুল কাসিমের প্রাণ রয়েছে তার শপথ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 'যদি সে যাঁতা না ঝাড়ত এবং শুধু আটা নিয়ে যেত তবে কেয়ামত পর্যন্ত ওই যাঁতা ঘুরতে থাকত।' (মুসনাদে আহমাদ)
লেখক : খতিব, সারুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।