ইসলামের মূল ভিত্তি কালিমাহ তায়্যিবাহ 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'। যার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল। এটি ইমানের মূল কথা। একাত্ববাদের মূলকথা। এই একাত্ববাদ মুমিনদের জন্য আখিরাতে জান্নাতের সুশীল ছায়া নিশ্চিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাত্ববাদের ভিত স্থাপন করেন। হজরত আদম (আ.) থেকে সব নবী রাসূল একাত্ববাদের কথা প্রচার করেছেন। শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই একাত্ববাদের অমীয় বাণী প্রচার করেন তখন দুনিয়া ছিল কুসংস্কারের অন্ধকারে ঢাকা। মানুষ আল্লাহকে ভুলে কল্পিত প্রভুর আরাধনা শুরু করেছিল। সত্য পথ থেকে বিচ্যুত হয়ে অসত্য পথের দিকে ধাবিত হচ্ছিল। সে সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ভিত্তিতে তিনি ইসলামী শরিয়তের প্রতিষ্ঠা করেন। ইসলাম এই কালিমার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মুসলমানরা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত ও রেসালত শুধু পৃথিবী নয়, কিয়ামততক বিস্তৃত। একাত্ববাদের আলোকরশ্মির আওতায় যারা আসতে সক্ষম হবে, তারাই অন্ধকার থেকে আলোর জগতে প্রবেশ করবে। আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতার ক্ষেত্রে তারা সফলকাম হিসেবে বিবেচিত হবে।
ইসলামী ইমান আকিদা অনুসারে আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্ব স্বীকার করাই যথেষ্ট নয়, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার রাসূল এই অমীয় বিশ্বাসেও নিজেকে হাজির করতে হবে। আল্লাহর রহমত পেতে তার রাসূলকেও ভালোবাসতে হবে এবং অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাঁর হাবিবকে লক্ষ্য করে ইরশাদ করেছেন- 'আপনি বলে দিন। যদি তোমরা আল্লাহকে ভালোবাস তবে আমায় অনুসরণ কর। আল্লাহ তোমাদের ভালোবাসবেন।'
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকালে জান্নাতে প্রবেশের সময় এর দুই পাশে কালিমাহ তায়্যিবাহ 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ' শব্দটি স্বর্ণাক্ষরে লেখা দেখতে পান। কালিমাহ তায়্যিবাহর গুরুত্ব প্রকাশ পেয়েছে এ ঘটনায়। আল্লাহ আমাদের সবাইকে একাত্ববাদের ভিত্তি কালিমাহ তায়্যিবাহর প্রতি অটল থাকার তাওফিক দান করুন।
লেখক : খতিব, আল-আমিন জামে মসজিদ, খুলনা।