সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত মহানবী (সা.) এর রওজা সরানোর খবরকে মিথ্যা বলে দাবি করেছে রওজার দায়িত্বে থাকা সৌদি বাদশাহ’র অধীনস্থ প্রেসিডেন্সি। খবর আরব নিউজের।
মক্কা ও মদিনার দু’টি পবিত্র মসজিদের প্রেসিডেন্সির গণমাধ্যমবিষয়ক মুখপাত্র আহমেদ আল-মনসুর বৃহস্পতিবার বলেন, ‘এটা (রওজা সরানোর খবর) এক গবেষকের ব্যক্তিগত অভিমত। এক গবেষণা প্রতিবেদনে তিনি তার মত প্রকাশ করেছেন। এটা কখনই প্রেসিডেন্সি বা রাষ্ট্রের অভিমত প্রকাশ করে না।’
আল-মনসুর গণমাধ্যম ও গবেষকদের স্পর্শকাতর এ বিষয় নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
মক্কা পত্রিকার ডেপুটি এডিটর ইন-চিফ মোয়াফাক আল-নওয়াসের বলেন, ‘আমরা (এ মিথ্যা খবর পরিবেশন করা) ব্রিটিশ দৈনিকটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি।’
এর আগে গত মঙ্গলবার ব্রিটেনভিত্তিক দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা মদিনার মসজিদে নববী থেকে মহানবী (সা.) এর কবর সরিয়ে ফেলা হবে বলে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তী সময়ে ব্রিটেনের ডেইলি মেইলও ওই প্রতিবেদন প্রকাশ করে।
সৌদি আরবের নিয়মানুযায়ী বাদশাহ আব্দুল্লাহ মক্কার পবিত্র হারাম শরীফ ও মদিনার মসজিদে নববীর দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তার অধীনে রাষ্ট্রীয়ভাবে মসজিদ দুটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে প্রেসিডেন্সি।
৬৭৮ হিজরিতে মসজিদে নববীতে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর রওজাকে ঘিরে সবুজ গম্বুজ নির্মাণ করা হয়। ১২২৮ হিজরিতে অটোম্যান শাসক দ্বিতীয় সুলতান মাহমুদ গম্বুজটির সংস্কার ও রং করেন।