বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক।
শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে টঙ্গীর তুরাগতীরে শুরু হয় বিশ্ব ইজতেমার ৫০তম পর্ব। ওইদিন জুমার নামাজে বিশ্বের ৫০টি দেশ থেকে আগত প্রায় ৫ হাজার মুসল্লিও অংশ নেন। আজ শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষে হবে এবারের প্রথম পর্বের ইজতেমা।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব