লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটিতে দুটি অংশ বিদ্যমান : একটি ‘না’ বাচক, অন্যটি ‘হ্যাঁ’ বাচক। প্রথমত লা ইলাহা অর্থাত্ আল্লাহ ছাড়া কেউ প্রকৃতভাবে ইলাহ বা মাবুদ হতে পারে— এ কথাকে অস্বীকার করা। দ্বিতীয়ত : ইল্লাল্লাহ অর্থাত্ প্রকৃত ইলাহ বা মাবুদ এককভাবে আল্লাহ এ কথাকে সাব্যস্ত করা। আল্লাহ সুবহানাহু বলেন, ‘যখন ইবরাহিম তার পিতা ও সম্প্রদায়কে বলল, তোমরা যাদের দাসত্ব কর, তাদের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি। তবে আমার সম্পর্ক তার সঙ্গে যিনি আমাকে সৃষ্টি করেছেন।’ (সুরা জুখরুফ : ২৬, ২৭)। সুতরাং আল্লাহর ইবাদত করলেই হবে না, ইবাদতকে নিরঙ্কুশভাবে তার জন্যই সাব্যস্ত করতে হবে। অতএব তাওহিদের মাধ্যমে আল্লাহকে একক মেনে নিয়ে শিরক ও শিরকের অনুসারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন ছাড়া তাওহিদ তথা ইসলাম গ্রহণীয় হবে না। বর্ণিত হয়েছে যে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। কিন্তু যে কেউ এ কলমা পড়লেই কি তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে? ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.)-কে জিজ্ঞাসা করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেন, হ্যাঁ, কিন্তু যে কোনো চাবিরই দাঁতের প্রয়োজন। দাঁতবিশিষ্ট চাবি যদি নিয়ে আসেন তবেই না দরজা খুলতে পারবেন। অন্যথায় আপনি দরজা খুলতে পারবেন না।
আখেরি নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই চাবির দাঁতের পরিচয় লাভ করা যায়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি একনিষ্ঠভাবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে...।’ ‘যে ব্যক্তি কলমার প্রতি অন্তরের দৃঢ়বিশ্বাস রেখে তা পাঠ করবে...।’ ‘যে ব্যক্তি অন্তর থেকে সত্যিকারভাবে এ কলমা পাঠ করবে...’ প্রভৃতি। উল্লিখিত হাদিস এবং আরও অন্যান্য হাদিস দ্বারা জান্নাতে প্রবেশ হওয়ার বিষয়টিকে কলমার অর্থ সম্পর্কে জ্ঞান রাখার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। অর্থাত্ জান্নাত লাভ করতে হলে মৃত্যু পর্যন্ত কলমার ওপর সুদৃঢ় ও তার তাত্পর্যের প্রতি বিনীত থাকতে হবে। প্রতিটি কথার একটি অর্থ আছে। তাই কলমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র অর্থ সম্পর্কে জ্ঞানার্জন করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ ছাড়া অন্য সবারই জন্য উলুহিয়্যাত বা মাবুদ হওয়ার যোগ্যতাকে অস্বীকার করা এবং এ যোগ্যতা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। তাই কলমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র অর্থ হচ্ছে : একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ বলেন, ‘কিন্তু যারা সত্যের সাক্ষ্য প্রদান করে এবং তারা জেনে-শুনেই তা করে তাকে।’ (সুরা জুখরুফ : ৮৬)। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এ কথা প্রকৃতভাবে জেনে যে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তবে সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম)। লা ইলাহা ইল্লাল্লাহু ইমানের মূল ভিত্তি। তবে এ কলমা মুখে উচ্চরণ করাই যথেষ্ট নয়, অন্তরে বলিষ্ঠ বিশ্বাস রাখতে হবে। যদি এরূপ বলিষ্ঠতা অন্তরে অনুভব না করা যায় এবং সেখানে কোনোরকমের দ্বিধা-দ্বন্দ্ব বা সন্দেহের উদয় হয়, তবে তা সুস্পষ্ট মুনাফিকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল। যে বান্দাই সন্দেহমুক্ত অবস্থায় এ দুটি কথা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম)।
লেখক : ইসলামী গবেষক