রমজান মাস এলেই বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে সাধারণত পণ্যের দাম যেন একটু বেশিই বেড়ে যায়। ফলে মানুষকে অতিরিক্ত খরচের বোঝা টানতে হয়। তাই আসন্ন রমজান সামনে রেখে এ নিয়ে আগেভাগেই সতর্ক দুবাই সরকার। এ লক্ষ্যে দুবাইয়ের অর্থনৈতিক উন্নয়ন অধিদপ্তর বাজার মনিটরিং করতে বিশেষ একটি অ্যাপ তৈরি করেছে।
খবরে বলা হয়, অ্যাপটির মাধ্যমে বড় বড় বাজারে পণ্যের সঠিক দাম জানা যাবে। ফলে বিক্রেতারা রমজানের দোহাই দিয়ে দাম বাড়াতে পারবে না। উন্নয়ন অধিদপ্তর অ্যাপটির নাম দিয়েছে সলেটি; যা স্থানীয় বাসিন্দা পণ্যের দাম নিয়ে সঠিক তথ্য জানাবে। আর এক স্পর্শেই এ তথ্য ভেসে উঠবে কারো স্মার্টফোনে।
অ্যাপটি বিভিন্ন সুপারমার্কেটের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে ২৪ ঘণ্টা জানা যাবে বাজারে সরকার নির্দেশিত দরদাম। এক বাজারে বিক্রেতারা স্বেচ্ছায় দর বাড়ালেও অন্য বাজারের সঙ্গে তুলনা করা যাবে। এতে করে ক্রেতারা না ঠকে সঠিক দামেই পণ্যটি কিনতে পারবেন। বেঁচে যাবে খরচও।
দফতরটির এক বিবৃতিতে জানানো হয়, ৪০ হাজারের বেশি গ্রাহক অ্যাপটি ব্যবহার করছেন। খবর গালফ নিউজের
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ