সিলেটে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ৩২ বছর পর সিলেটে পুণরায় আয়োজন করা হয়েছে মুসলমানদের এ ধর্মীয় জমায়েতের। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার আসর।
সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে খিদিরপুর ময়দানে আয়োজিত এ ইজতেমায় প্রথম দিনই হাজির হয়েছেন লাখো মুসল্লি। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশি মেহমানরাও অংশ নিয়েছেন ইজতেমায়।
ইজতেমার প্রথম দিনে বয়না ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার ইজতেমায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
ইজতেমা ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেখানে একটি ক্যাম্প, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। র্যাবের পক্ষ থেকেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ইজতেমা ময়দানে মুসল্লিদের সুবিধার্থে এলাকাভিত্তিক ১১টি খিত্তা তৈরি করা হয়েছে। বিদেশি অতিথিদের জন্য তিনটি আলাদা পাকা শেড নির্মাণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ