এ বছর সারা বিশ্বের মোট ১৭ লাখ ৫২ হাজার ১৪ জন ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে হজে গেছেন।এ সংখ্যা গত বছরের চেয়ে চার লাখ ২৬ হাজার ২৬৩ জন বেশি।মক্কা প্রদেশের আমির, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহর উপদেষ্টা রাজপুত্র খালেদ আল-ফয়সালের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি এসব তথ্য জানিয়েছে।
এ বছর কাতারের উপর অবরোধ আরোপ নিয়ে সরগরম ছিল বিশ্ব রাজনীতি। কাতারের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করে তার নেতৃত্বে ছিল সৌদি আরব। তারপরও এ বছর কাতারি হাজীর সংখ্যা বেড়েছে। গত বছর সৌদিতে হজ করতে কাতার থেকে ১২১০ জন এসেছিলেন। এ বছর এসেছেন ১৫৬৪ জন।
রাজপুত্র খালেদ আল-ফয়সাল জানান, পবিত্র হজ পালনে আগতদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে হজ পালন করতে পারে সে জন্য গত বছরের চেয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তার সংখ্যা তিন লাখ বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা