টঙ্গীর তুরাগ তীরে আগামী বছরের (২০২০ সাল) মাওলানা জোবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছর পৃথক দুই ধাপে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এই মুসলিম জমায়েতে মিলিত হবেন তার অনুসারীরা।
ওই বছরের ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি প্রথম ধাপ ও ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় ধাপে জোবায়ের অনুসারীরা বিশ্ব ইজতেমায় মিলিত হবেন।
বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মাওলানা জোবায়ের অনুসারী মুসল্লিদের সংখ্যা অনেক বেশি হওয়ায় ২০২০ সালে মুসল্লিদের সুবিধার্থে উল্লিখিত দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাত শেষে তিনি আরও জানান, দেশি-বিদেশি মুসল্লিদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই এটা চেয়েছেন। আগামী বছর দেশ-বিদেশের প্রায় সব মুসল্লি জোবায়ের অনুসারীর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বলে আশা করছি।
বিডি প্রতিদিন/কালাম