পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (জুমাতুল বিদা) যথাযথ শ্রদ্ধা ও ধর্মীয় মর্যাদায় পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ জুমার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ রাজধানীর বায়তুল মোকাররমে।
জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নামাজ শেষে নিজের জন্য মাগফিরাত ও কল্যাণ কামনা করার পাশাপাশি বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যও চান মহান আল্লাহতায়ালার কাছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন