রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে এগিছে চলছে বিশ্ব ইজতেমার শেষ দিকের প্রস্তুতি। আর মাত্র ৮দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২০ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা। তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিন স্বেচ্ছায় কাজ করছে মুসল্লিরা। মুসল্লিদের জন্য প্রস্তত হচ্ছে ১৬০ একর বিস্তৃত ময়দান। লাখো মসুল্লিদের পদচারণায় মুখোরিত হয়ে উঠবে তুরাগতীর, সেই লক্ষে কাজ করছে আয়োজক কমিটি, সিটি কর্পোরেশন, প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। প্রথম পর্বের তিনদিন মাওলানা জোবায়েরপন্থী মুসল্লিরা ইজতেমা আয়োজন করবে। এরপর মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের তিনদিন মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় পক্ষের সাথে সভা করেছেন প্রশাসন। তবে এবারও সুষ্ঠভাবে ইজতেমা সফল হওয়ার আশা ব্যক্ত করেন প্রশাসন ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তর।
মাওলানা জোবায়ের অনুসারী ময়দানের মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সকল প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লিদের জন্য ইজতেমা ময়দান প্রস্তুত হবে।
আগামী ১০ জানুয়ারি শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। এরপর ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেন বলেন, মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ময়দানে বালি ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার, মশা নিধনসহ বিভিন্ন কাজ করছে সিটি কর্পোরেশন। এছাড়া কর্মকর্তা ও কাউন্সিলররা মুসল্লিদের সেবা প্রদানে কাজ করবে।
বিডি-প্রতিদিন/মাহবুব