পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মো. খয়বর হোসেন (৫৫) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ জুলাই) পবিত্র মক্কায় তার মৃত্যু হয়।
জানা যায়, মৃত মো. খয়বর হোসেন রংপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: EF0156162। খবরটি মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে প্রকাশিত হয়েছে।
এখন পর্যন্ত হজে গিয়ে ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।
গত ৫ জুন হজ ফ্লাইট শুরুর পর এখন পর্যন্ত হজে গিয়েছেন ৫৬ হাজার ৯৫২ বাংলাদেশি। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা ৫৩ হাজার ৬২ জন।
মোট ১৫৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮২টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটসংখ্যা ১১টি।
বিডি প্রতিদিন/হিমেল