কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ ও তরুণের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে নিহত তরুণের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। এদিকে গতকাল বিকালে ঘটনাস্থল সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ১ নম্বর ওয়ার্ডের প্রবেশপথে বিভিন্ন মোড়ে তিনটি চেকপোস্ট বসিয়েছে বিমান বাহিনী। সোমবার রাত থেকে স্থানীয় বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী শহরে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল করছে। গতকাল কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনগণ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে তার সম্মেলন কক্ষে সাক্ষাৎ করে। এ ছাড়া গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন (কসউবি)। নিহত শিহাব কবির এই স্কুলের প্রাক্তন ছাত্র। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- শিহাব কবিরের হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ এবং এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ। জেলা প্রশাসকের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সভা শেষে উচ্ছেদবিরোধী আন্দোলনের সংগঠক এজাবত উল্লাহ জানান, জেলা প্রশাসক এক সপ্তাহের মধ্যে একটি সমাধানের পথ বের করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। সোমবার রাত ৯টায় শহরের কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নিহত শিহাবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা নাছির উদ্দিন। জানাজা শেষে মৌন মিছিল বের করেন শিক্ষার্থীরা। রাতে সমিতিপাড়ায় দ্বিতীয় জানাজা এবং গতকাল সকাল ১০টায় রামুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে শিহাবের লাশ গ্রামের বাড়ি মণ্ডলপাড়ার কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০২:৩৮,
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
কক্সবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর