খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর নিরাপত্তার স্বার্থে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ইজিবাইক ও রিকশাভ্যানে করে আবাসিক হল থেকে নিজেদের মালামাল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান। এ সময় অনেক উদ্বিগ্ন অভিভাবককে গেটের বাইরে সন্তানের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। এদিকে সিন্ডিকেটের সভায় অনির্দিষ্টকালের জন্য কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে হলত্যাগের সময়সীমা পার হওয়ার পরও ছয়টি আবাসিক হলে কিছু শিক্ষার্থী অবস্থান করছিলেন। হলে অবস্থানকারী শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করতে আবাসিক হলের ইন্টারনেট ওয়াইফাই লাইন ও পানি সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘কুয়েট ১৯’ নামে ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য প্রচার করা হয়। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুপুরে বাসভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, হল ভ্যাকান্ট ঘোষণার পরও যারা রয়ে গেছেন আমাদের প্রোভোস্ট, আমার সব শিক্ষকরা চেষ্টা করছেন, ওদের সঙ্গে কথা হচ্ছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বলপ্রয়োগ করে নয়, বুঝিয়ে যাতে ওদেরকে হল থেকে বের করা যায়। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়। এর আগে শিক্ষার্থীরা বলেন, ইতোমধ্যে আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আর যেহেতু আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি সেহেতু উনার আন্ডারে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত আসবে স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি না। উনি আমাদের ১৮ ফেব্রুয়ারি প্রায় তিন ঘণ্টা একপ্রকার যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিলেন। তার দায়িত্বহীনতার কারণে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। জানা যায়, সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানান। এ নিয়ে রাতে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে ভিসি, প্রো-ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কুয়েটে ক্যাম্পাস ত্যাগ শিক্ষার্থীদের
হলে ইন্টারনেট ও পানি বন্ধের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর