মহাকাশ অনুসন্ধান ও পর্যবেক্ষণের লক্ষ্যে ৫৪তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ চুক্তি সই হয়। এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হলো। এ চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়, অর্থনৈতিক সহযোগিতাসহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশের স্পারসো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।
এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন বলেন, বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক বয়ান ঠিক করতে হবে এবং ব্যবসা সহজ করার জন্য অভাবনীয় উন্নতি আনতে হবে। আজ (গতকাল) মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে, গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ। আমরা আজকে ৫৪তম দেশ হিসেবে জয়েন করলাম।
৫৩টি দেশ নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। এই অ্যাকর্ডটাতে যে আমরা সাইন করলাম বা সাইন করে জয়েন করলাম এতে আমাদের কী লাভ হলো এ প্রশ্ন যদি করেন, তাহলে এই লাভ দেখতে আমাদের ২৫ বা ৩০ বছর সামনে যেতে হবে। বাংলাদেশে মহাকাশ নিয়ে গবেষণা করতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো। যাত্রার ৪৫ বছর অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি স্পারসো। উল্লেখ্য, আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের সদস্য।