বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক গত ১০ এপ্রিল এসএ টেলিভিশনের টকশোতে ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এ বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তিনি আজগুবি, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন। তার মত একজন প্রবীণ ব্যক্তির মুখে এ ধরনের হালকা বক্তব্য মানায় না। জামায়াতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবদিন ফারুক ইসলামি দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এভাবে আজগুবি ও অসাড় বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর। আরও বলা হয়, নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতে ইসলামী সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের প্রতি আহ্বান জানানো হয়।