রাজশাহীর আড়ানী রেলস্টেশন। সাড়ে ৪টার কয়েক মিনিট আগে ঘণ্টা বাজিয়ে স্টেশন মাস্টার সংকেত দিলেন ট্রেন আসছে। এ সময় দুই রেললাইনের মাঝে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। বারবার ট্রেন যেদিক থেকে আসছে, সেদিকে তাকাচ্ছিলেন। এরপর ট্রেনটি যখন প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছাচ্ছিল তখন আচমকা প্রকাশ্যে রেললাইনে নিজের গলা দিয়ে শুয়ে পড়লেন। ট্রেনটি তখন স্বাভাবিক গতিতেই সামনের দিকে চলছিল। এরপর যা ঘটার তাই ঘটল। ট্রেনটি স্টেশনের নির্ধারিত প্ল্যাটফর্মে থামার পরপরই রেললাইনের পাশে দেখা মিলল ওই বৃদ্ধের দ্বিখণ্ডিত লাশ।
জানা যায়, প্রকাশ্যে রেললাইনে শুয়ে আত্মহত্যাকারী ওই বৃদ্ধের নাম রুহুল আমিন (৬০)। তার বাড়ি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বেদনাদায়ক এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, এদিন সকাল থেকে আড়ানী রেলস্টেশনে অবস্থান করছিলেন রুহুল আমিন। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন দেরিতে পৌঁছায়।
আড়ানী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, ট্রেন আসার ঘণ্টা দেওয়ার পর হঠাৎ ওই ব্যক্তি দুই রেলপথের মাঝখানে দাঁড়িয়ে ট্রেন আসা দেখতে থাকেন। তিনি এমন কিছু করবেন, কেউ বুঝতেই পারেননি।
এদিকে এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি রেলওয়ে থানা পুলিশ দেখছে। তবে যতটুকু খোঁজ নিয়ে জানা গেছে, ওই বৃদ্ধ পারিবারিক কলহে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।