‘ন্যাশনাল হেরাল্ড’ আর্থিক তছরুপের মামলায় ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য (এমপি) সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) চার্জ গঠন করে।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডির তরফে জমা দেওয়া চার্জশিটে কংগ্রেসের বিদেশ শাখার সভাপতি শ্যাম পিত্রদা, সুমন ডুবেসহ আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। আগামী ২৫ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার জন্য ধার্য রয়েছে। এ ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের সিনিয়র নেতা জয়রাম রমেশ একে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে অভিহিত করেছেন। ন্যাশনাল হেরাল্ডের সম্পদ জব্দ করাটা আইনের শাসনের ছদ্মবেশে একটা ‘স্টেট-স্পন্সরড’ অপরাধ ছিল। তার অভিযোগ বিরোধী দলের নেতাদের ‘ভয় দেখানোর’ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি সংস্থাকে ব্যবহার করছেন। কংগ্রেস দল এবং দলের নেতৃত্ব কোনোমতেই চুপ করে থাকবে না। এর আগে ১১ এপ্রিল ‘ন্যাশনাল হেরাল্ড’ সংবাদপত্রের প্রকাশনা সংস্থা ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ (এজেএল) এবং মালিকানা সংস্থা ইয়ং ইন্ডিয়া লিমিটেডের (ওয়াইআইএল) স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। দিল্লি, মুম্বাই এবং লক্ষণৌয়ে বেশকিছু সম্পত্তি খালি করার জন্য নোটিস পাঠায় ইডি। সোনিয়া ও রাহুল গান্ধীসহ ৬ কংগ্রেস নেতার বিরুদ্ধে ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকার কয়েক শতাধিক কোটি রুপির সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী।