রাজধানী ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে গতকাল ঝড় ও বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। বজ্রপাতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল বেলা ২টার দিকে আকাশ মেঘলা হতে শুরু করে। ধুলোঝড়ের পর নেমে আসে বৃষ্টি। রাজধানীতে একই অবস্থা দেখা দেয়। অনেকেই আশ্রয় নেন বিভিন্ন ছাউনিতে। পথচারীরা পড়েন বিড়ম্বনায়। আবহাওয়া বিভাগ জানায়, রাত ১টা পর্যন্ত ১৭ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল। এর আওতায় ছিল রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল। এসব জায়গায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।
গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় তাঁদের মৃত্যু হয়। তাঁরা হলেন কাপাসিয়ার ভূলেশ্বর এলাকার মৃত আবদুুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জের টেকমানিকপুরের রজব আলীর ছেলে শুকুর আলী। স্থানীয় সূত্র জানিয়েছেন, দুপুরে কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেকমানিকপুরের কৃষক শুকুর আলী বেলা ১টার দিকে মাঠে কাজ করতে যান। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হবিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি জানান, আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম (২২) ও কপিল উদ্দিন (৪৫)। গতকাল বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওরের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধান কাটার জন্য কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়ি আসেন। সকালে দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ধান কাটতে যান একদল শ্রমিক। বিকালে হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে মনিরুল ও কপিল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে আবদুুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষক কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহ প্রতিনিধি জানান, জেলার নান্দাইলে উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর এলাকায় বজ্রপাতে নূরুল হকের মেয়ে হাসনা বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।