কক্সবাজারগামী চলন্ত ট্রেনে আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে এক দম্পতি লাফ দেয়। এ সময় কোলে থাকা তাদের আট মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবাল এক্সপ্রেস ট্রেনটি লোহাগাড়ার পদুয়া এলাকায় পৌঁছালে বগিতে আগুন লাগে। এ খবরে আতঙ্কিত হয়ে পড়েন আবদুর রাজ্জাক ও লিজা আক্তার। ভয়ে তারা শিশু হামদানকে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আবদুর রাজ্জাক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন লোহাগাড়ার উপপরিদর্শক জাহেদ হোসেন। আবদুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএমখালী এলাকায়। সপরিবারে তিনি শ্বশুরবাড়ি চট্টগ্রামের বাঁশখালী থেকে ফিরছিলেন।
সন্ধ্যায় তিনি সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে ওঠেন। লোহাগাড়া স্টেশনমাস্টার দিদার হোসেন বলেন, বগিতে আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।