গাজীপুরের টঙ্গীতে মায়ের হাতেই খুন হয়েছে দুই ভাইবোন। পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন মা সালেহা বেগম। তবে কী কারণে সন্তানদের বঁটি দিয়ে কুপিয়ে পরে জবাই করে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন- এ বিষয়ে কিছুই বলেননি। স্বজনরা বলছেন, সালেহা মানসিক সমস্যায় ভুগছিলেন। আবার এলাকাবাসী বলছেন, তিনি পরকীয়ায় আসক্ত ছিলেন।
এ ব্যাপারে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। তারা হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এদিকে এ ঘটনায় গতকাল বিকালে শিশুদের বাবা আবদুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেছেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকালে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর রূপবানের টেক এলাকার আবাসিক ভবনের দ্বিতীয় তলা থেকে আবদুল্লাহ (৪) ও মালিহা (৬) নামে ভাইবোনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আবদুল্লাহ ও মালিহা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আ. বাতেনের ছেলে ও মেয়ে। বাতেন গাড়ি ব্যবসায়ী।