ভালোবাসার সম্পর্কটি পুরোপুরিই বিশ্বাসের ওপর নির্ভরশীল। কিন্তু তাই বলে ভালোবাসার মানুষটিকে নিজের সব ব্যক্তিগত কথা বলে ফেলাও ঠিক বুদ্ধিমানের কাজ নয়। প্রত্যেকেরই 'একান্ত ব্যক্তিগত' কিছু বিষয় থাকতে হয়, দরকার হয় নিজের জন্য আলাদা করে কিছু স্পেস। আর প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় গোপন রাখলে স্বস্তির দিকটা অন্তত বজায় থাকে। জেনে নেয়া যাক কোন কোন বিষয় অবশ্যই গোপন রাখা উচিত।
প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার কথা
পুরোনো প্রেমের বিষয়টি হয়তো আপনার প্রেমিক/প্রেমিকা জানে। কিন্তু এ বিষয়টা দু'জনের আলোচনায় না আসাই ভালো। আর কখনো বিষয়টা নিয়ে কথা বলতে হলেও পুরোনো প্রেমিক/প্রেমিকার সঙ্গে আপনি কতটুকু ঘনিষ্ঠ ছিলেন তা গোপন রাখুন। কারণ আপনার সহজভাবে বলা কথা আপনার সঙ্গী হয়তো সহজ মনে নাও নিতে পারেন। তার হয়তো মন খারাপ হতে পারে বা ঈর্ষা হতে পারে। সেক্ষেত্রে সম্পর্কে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
প্রাক্তন প্রেমিক/প্রেমিকার গুণ
আপনার প্রেমিক কিংবা প্রেমিকা যত উদার মনেরই হোক না কেন, আপনার পুরোনো প্রেমিক/প্রেমিকার গুণাবলি নিয়ে যদি কথা বলেন, তার এসব শুনতে ভালো লাগবে না এটা খুবই স্বাভাবিক।
নিজের পরিবারের সমস্যা
আপনার পরিবারের কিছু সমস্যা বা দুর্বল দিক থাকতে পারে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে মানসিক দ্বন্দ্ব, দূরত্ব থাকতে পারে। এসব বিষয় সঙ্গীকে না জানানোই ভালো।
বন্ধুদের গোপন কথা
আপনার বন্ধুরা তাদের বিভিন্ন গোপনীয় ও ব্যক্তিগত কথা হয়তো আপনার সঙ্গে আলোচনা করেন। তাদের একান্ত ব্যক্তিগত ও গোপনীয় বিষয়গুলো প্রেমিক/প্রেমিকার সঙ্গে আলোচনা করবেন না। এতে আপনি আপনার বন্ধুদের বিশ্বাস হারাবেন। আবার এইসব বিষয় নিয়ে আপনার প্রেমিক/প্রেমিকা মাঝে মাঝে খোঁচা দিয়ে বলতে পারে, 'তোমার বন্ধুরা তো ভালো না!'
ফেসবুক/ ই-মেইলের পাসওয়ার্ড
আপনার ফেসবুক, স্কাইপে কিংবা ই-মেইলের পাসওয়ার্ড গোপন রাখবেন। এই সামাজিক সাইটগুলোতে আপনার বন্ধুদের সঙ্গে আপনার বিভিন্ন কথাবার্তা হতে পারে যা আপনার প্রেমিক কিংবা প্রেমিকা জানলে সমস্যা হবে কিংবা ভুল বুঝাবুঝি হতে পারে।