হাল ফ্যাশনে শাড়ির চাইতেও জরুরি এখন ব্লাউজ। শাড়িটা সাদামাটা পরে জমকালো ব্লাউজ পরাটাই আজকালকার ফ্যাশন। আগের সেই সনাতন ধারার ব্লাউজের ডিজাইন এখন একদম বদলে গেছে। এখনকার নারীরা একদিকে যেমন বেশ খোলামেলা ব্লাউজ পরছেন, অন্যদিকে ফুল হাতা বা ব্যান্ড কলার ব্লাউজও ফিরে এসেছে নতুন রূপে। আসুন জেনে নেয়া যাক হাল ফ্যাশনের ব্লাউজের কিছু স্টাইল সম্পর্কে।
এমব্রয়ডারি ব্লাউজ
একটু ভিন্ন ধরনের জমকালো এমব্রয়ডারি করা এবং পিঠ ও গলার কাটে ভিন্নতা পছন্দ করছেন অনেকেই। নিজেকে সবার চাইতে একটু আলাদা ও ফ্যাশন সচেতন দেখাতেই এ ধরনের স্টাইল বেছে নিচ্ছেন নারীরা।
উঁচু গলা ও লম্বা এমব্রয়ডারি হাতা
হাল ফ্যাশনের সবচাইতে জনপ্রিয় ফ্যাশন হলো উঁচু গলা ও লম্বা হাতা। উঁচু ব্যান্ড কলার গলা দিয়ে লম্বা চুড়িদার হাতা দেয়া হয় এই ব্লাউজগুলোতে। গলায় হারের মত করে এমব্রয়ডারি করা থাকে এবং পুরো হাত জুড়ে এমব্রয়ডারি করা হয় এই ব্লাউজগুলোতে। এধরনের ব্লাউজ অনেক জমকালো হয় বলে এগুলোর সঙ্গে খুব সাধারণ পাড়ের শাড়ি পরলেই ভালো মানায়।
গলায় স্টোনের কাজ
ইদানিং ব্লাউজের গলায় মূল্যবান পাথর দিয়ে নকশা করার প্রচলন লক্ষ্য করা যাচ্ছে। গোল গলার এই ব্লাউজগুলোতে এমনভাবে নকশা করা থাকে যে দেখে মনে হয় গলায় মূল্যবান হার পরা হয়েছে।
স্বচ্ছ কাপড়ের ব্যবহার
আজকাল ব্লাউজের বুক থেকে গলা পর্যন্ত কিংবা পিঠে স্বচ্ছ কাপড় ব্যবহারের প্রচলন দেখা যাচ্ছে। ব্লাউজের কাপড়ের সঙ্গে মানানসই রঙের নেট অথবা মসলিন কাপড় দিয়ে ডিজাইন করা এই ব্লাউজগুলো ফ্যাশনে নতুন মাত্রা নিয়ে আসে।
হাতে ও পিঠে জমকালো টার্সেল
ব্লাউজের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে রংবেরঙের টার্সেল। হাতে কিংবা পিঠের ফিতায় এই টার্সেলগুলো ব্যবহার করা হয়। বেশ অর্নামেন্টাল এই টার্সেলগুলো সব ধরনের রঙেরই পাওয়া যায়। সোনালী কিংবা রূপালি পুঁতি ও পাথর খঁচিত এই টার্সেলগুলো ব্লাউজকে আরো আবেদনময় করে তোলে।