সম্প্রতি উত্তরায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল পথিকৃৎ আড়ং উদ্বোধন করল 'শাড়ি- the art of draping'- শীর্ষক একটি দেশীয় শাড়ির প্রদর্শনী। এই প্রদর্শনী আড়ং-এর গুলশান ও উত্তরা আউটলেটে চলবে আগামী ৭ই এপ্রিল পর্যন্ত।
প্রদর্শনীটির উদ্বোধন করেন জনাব তামারা হাসান আবেদ, সিনিয়র ডিরেক্টর, চন্দ্র শেখর সাহা , ডিজাইনার ও গবেষক। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।